Jun 2024
আমার নাম রজব আলী। গ্রামে গায়ে থাকি। খেতে কাজ করি। এইভাবে যা পাই তাতে কোনমতে সংসার চলে। বউ, ছেলে-মেয়ে নিয়া ভালোই আছি। এখন ধান কাটার মৌসুম। কয়জন লোক কামলা নিয়া ক্ষেতে গেলাম ধান কাটতে ফজরের নামাজের পরপরই। এত বড় বর্গা ফসলের জমি ধান কাটতে কাটতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। তাই আরো দ্রুত কাটার শুরু করলাম যাতে করে অন্ধকার নামার আগে শেষ করতে পারি। দ্রুত কাটতে গিয়ে হঠাৎ একটা ধানের ছড়া চোখে লাগলো। তখন তেমন কিছু মনে হয় নাই। কাজ করে পানির ঝাপটা দিছিলাম চোখে। তবে পরের দিন দেখি চোখ লাল, ব্যথা অনেক,সাথে পানিও পড়ছে। তখনও তেমন গুরুত্ব না দিয়ে ভাবলাম দু-তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাব। তবে দু তিন দিন পর দেখলাম চোখের মনির একপাশ থেকে সাদা হয়ে গেছে। এবার অনেকটা ভয় পেয়ে গেলাম। জলদি আমার এলাকার এক স্থানীয় হাসপাতালে গেলাম। তারা দেখে বলল কর্নিয়াল আলসার হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকার এক হসপিটালে ঠিকানা ও কর্নিয়ার ডাক্টারের নাম লিখে দিলেন। কিছু টাকা গুছিয়ে বড় ছেলেটাকে সাথে নিয়ে আসলাম কর্নিয়ার ডাক্তার দেখাতে। বেশ কিছু পরীক্ষা করার পর ডাক্তার বললেন, ওইদিন ধানের খোচা লাগায় চোখের কর্নিয়ায় আঘাত লাগার কারণে এরকম সাদা দাগ পড়েছে। যা সময় পার হওয়ার সাথে সাথে আরো বেড়ে গিয়ে পুরো কর্নিয়া নষ্ট করে দিবে। তাই যথাদ্রুত সম্ভব অপারেশন করে এটা আটকাতে হবে। এতে যা নষ্ট হয়েছে তা ফিরে না আসলেও নতুন করে কোন অংশ নষ্ট হবে না। এরপর জমানো কিছু টাকা ও ডাক্তারের সহযোগিতায় অপারেশন করাইলাম। এখন আর চোখ ব্যথা করে না, পানি পড়ে না, খসখস করে না চোখের ভিতরে। আগের মতই এখন ক্ষেতে কাজ করতে পারি।
John Doe
10 days agoLorem ipsum dolor, sit amet consectetur adipisicing elit. Perferendis cum illum facere in exercitationem assumenda corporis itaque excepturi molestias voluptas, quibusdam accusantium, quae dolore iste eum aliquam saepe eius iure.
John Doe
10 days agoLorem ipsum dolor, sit amet consectetur adipisicing elit. Perferendis cum illum facere in exercitationem assumenda corporis itaque excepturi molestias voluptas, quibusdam accusantium, quae dolore iste eum aliquam saepe eius iure.