Menu

Certificate Course in Ophthalmic Personnel (MLOP)

ভর্তির যোগ্যতা


এস এস সি (বিজ্ঞান) / সমমান

ভর্তি সংক্রান্ত তথ্যাবলী


  • কোর্স ফি ৬৫,০০০/-
    ভর্তি হওয়ার দিন ৩০,০০০/-, ১ম কিস্তি ২০,০০০/-, ২য় কিস্তি ১৫,০০০/-
  • ভর্তি ফর্ম রেজিস্ট্রেশন ফি ২০০/-
  • গরীব ও মেধাবীদের জন্য স্কলারশীপ এর ব্যবস্থা আছে।
  • অসচ্ছল ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে পড়ার সুবর্ণ সুযোগ।
  • আবেদনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২৫ ইং
  • বিশেষ আকর্ষণ
    ভর্তি পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় হওয়া ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে শিক্ষার সুযোগ।

বিশেষ তথ্য


  • তাত্ত্বিক, ব্যবহারিক এবং ক্লিনিকেলসহ সকল বিভাগে প্রতিকর্ম দিবসে সকাল ৮:৩০টা থেকে সন্ধ্যা ৬:৩০টা পর্যন্ত নিবিড়ভাবে প্রশিক্ষন দিয়ে দক্ষজনবল হিসেবে গড়ে তোলা হবে। তাই প্রোগ্রাম চলাকালীন সময়ে অন্য কোন খণ্ডকালীন চাকুরী বা কোর্সে ভর্তি থাকা এবং অংশ গ্রহন করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।
  • অত্র হাসপাতালে অথবা এর শাখাসমূহে শূন্য পদে প্রয়োজন সাপেক্ষে চাকুরির ক্ষেত্রে অগ্রাধিকর দেয়া হবে।
  • প্রতিষ্ঠানের অদূরে নিজ খরচে বাসস্থান এবং খাবারের ব্যবস্থা করতে হবে।

গুরুত্বপূর্ণ তথ্য


আবেদন সংগ্রহ

প্রার্থীগণ আগামী ১৫/১২/২০২৫ তারিখের মধ্যে একাডেমিক অফিস থেকে সংগৃহিত নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অথবা ওয়েবসাইট থেকে সংগ্রহ করে স্বহস্তে পূরণ করে তার সাথে সম্প্রতি তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জন্ম সনদ অথবা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, এস. এস. সি. এর সনদ ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি এবং আবেদনপত্র, অধ্যক্ষ, ভিশন আই ইনস্টিটিউট এন্ড হসপিটাল, ২২৯ গ্রীন রোড, ঢাকা-১২০৫ এই ঠিকানায় অথবা (vehinstitute1@gmail.com) এই E-mail এ প্রেরন করবেন।

ভর্তি পরিক্ষার ফি, সময় এবং বিষয় সমূহ
  • ভর্তি ফর্ম রেজিস্ট্রেশন ফি ২০০/-
    বিকাশের মাধ্যমে অর্থ প্রদান করুন: ০১৯৮৮-৮১৫৭১৫
  • ভর্তি পরীক্ষাঃ ২৫/১২/২০২৫ইং রবিবার (লিখিত সকাল ১০:০০ ঘটিকায় এবং মৌখিক দুপুর ১:০০ ঘটিকায়)
  • পরীক্ষার বিষয়ঃ বাংলা, ইংরেজী, বিজ্ঞান, গনিত ও সাধারন জ্ঞান
ভর্তি সম্পর্কে জানার জন্য হেল্প লাইন নম্বর
০১৯৮৮-৮১৫৭১৫
  • Duration: 1 Year

  • Course Fee: Tk. 65,000
    1. Admission Day 30,000/-
    2. 1st Installment 20,000/-
    3. 2nd Installment 15,000/-

  • Application Start Date: 24 Nov 2025

  • Application Deadline: 15 Dec 2025

  • Admission Test: 23 Dec 2025
    Time: 10:00 AM
    25 Dec 2025

  • Result Published: 26 Dec 2025

  • Admission Last Date: 31 Dec 2025

  • Class Start Date: 01 Jan 2026

Download Application Form