Jun 2024
সুমির কাল রাত থেকেই মন খারাপ। এই নিয়ে ৬ বার। সে জানতো এবারও এমনই হবে। বাড়ির লোকদের সে আগেই বলেছিল। ট্যারা মেয়েকে কেউ বাড়ির বউ বানায় না। যতই বলুক লক্ষ্মীট্যারা সৌভাগ্যের প্রতীক,সৌভাগ্য বয়ে আনে। কিন্তু বিয়ের সময় আর এটা কেউ মানে না। তখন এই লক্ষ্মীকেই অবহেলা, অপমান, প্রত্যাখ্যান করে।
সুমির ডান চোখটা ট্যারা যাকে অনেকে লক্ষী ট্যারা বলে। কোথায় গেল আজ সেই লক্ষ্মী? কেনো এত অবহেলিত?? কিছুদিন আগে সুমি বন্ধুদের সাথে থ্রিডি মুভি দেখতে গিয়েছিলো। থ্রিডি গ্লাস পড়ার পর সে আর কিছু স্পষ্ট দেখতে পারছে না। সুমি নিজেও জানে না যে ট্যারা চোখের সাথে তার দৃষ্টিশক্তিও কম।
এই সমস্যা নিয়ে চক্ষু বিশেষজ্ঞের কাছে গেলো সুমি। তার সব সমস্যার কথা শুনতে শুনতে চোখের পরীক্ষা গুলো করলেন ডক্টর। জানালেন সুমির দৃষ্টি শক্তি কম রয়েছে যার জন্য সে এরকম 2 ডাইমেনশনাল দেখতে পায়। সুমি বললো একে তো আমার এক চোখ ট্যারা তার উপর এখন আবার দৃষ্টি সমস্যা। ডক্টর!! আমার জীবন কি এই 2D তেই আটকে থাকবে?? 3D কি আর করা সম্ভব নয়???……..
John Doe
10 days agoLorem ipsum dolor, sit amet consectetur adipisicing elit. Perferendis cum illum facere in exercitationem assumenda corporis itaque excepturi molestias voluptas, quibusdam accusantium, quae dolore iste eum aliquam saepe eius iure.
John Doe
10 days agoLorem ipsum dolor, sit amet consectetur adipisicing elit. Perferendis cum illum facere in exercitationem assumenda corporis itaque excepturi molestias voluptas, quibusdam accusantium, quae dolore iste eum aliquam saepe eius iure.