আপনার কোমলমতি, আদরের সন্তানের চোখ গুলোর সুস্থতা নিশ্চিত করতে সচেতন হন|
- 30 Nov 2022
- General Opthalmology
আপনার কোমলমতি, আদরের সন্তানের চোখ গুলোর সুস্থতা নিশ্চিত করতে সচেতন হন
ছোট্ট শিশুর চোখে ভারী চশমা। চশমা ছেড়ে দিলে সে দেখতে পায় না। বই পড়তে সমস্যা হয়, বেঞ্চে বসে ব্লাকবোর্ডের লেখা পড়তে পারে না। তবে কেমন হতো এই চশমাই যদি না লাগতো❓
শিশুদের চোখের যে চশমা তার বেশিরভাগই মাইনাস পাওয়ারের। অর্থাৎ 'হ্রস্বদৃষ্টি বা 𝑴𝒚𝒐𝒑𝒊𝒂' আক্রান্ত।মায়োপিয়াকে বলা যায় চোখের প্যানডেমিক। প্রতিদিন এর সংখ্যা এমন ভাবে বাড়ছে গবেষকরা ধারনা করছেন, আগামী বিশ বছরের মধ্যে পৃথিবীর অর্ধেক মানুষ মায়োপিয়ায় ভুগবেন।
🔸কিভাবে প্রতিরোধ বা 𝑷𝒓𝒆𝒗𝒆𝒏𝒕𝒊𝒐𝒏 সম্ভব❓
১. প্রতিদিন অন্তত একঘন্টা ঘরের বাইরে খোলা মেলা জায়গায় শিশুর খেলাধুলা বা ঘোরাফেরা।
২. মোবাইল ফোন, ল্যাপটপ, টেলিভিশন সহ যে কোন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার এর সময় কমাতে হবে।
৩. চশমা প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নিয়ে সঠিক পাওয়ারের চশমা ব্যবহার।
উপরিউক্ত পদক্ষেপ গুলোর মধ্যে সবচেয়ে জরুরী হলো
𝑶𝒖𝒕𝒅𝒐𝒐𝒓 𝑨𝒄𝒕𝒊𝒗𝒊𝒕𝒊𝒆𝒔.
চীনের দুটি স্কুলের শিশুদের মধ্যে গবেষণার ফলাফল স্বরুপ দেখা গেছে, যে স্কুলে দৈনিক এক ঘন্টা বাইরে খেলার জন্য বিরতি দেওয়া হতো সেই সকল স্কুলের শিশুদের হ্রস্বদৃষ্টি হবার সম্ভাবনা শতকরা পঞ্চাশ ভাগ কম অন্য স্কুলের তুলনায়।
পৃথিবীর বহু দেশে স্কুলে এক থেকে দুই ঘন্টা 𝑶𝒖𝒕𝒅𝒐𝒐𝒓 𝑨𝒄𝒕𝒊𝒗𝒊𝒕𝒊𝒆𝒔 বাধ্যতামূলক করা হয়েছে এ জন্য। পার্শ্ববর্তী দেশ ভারতেও এই পদ্ধতি চালু করার চেষ্টা করা হচ্ছে।
আমাদের দেশের গ্রামের শিশুদের চোখের দৃষ্টি সমস্যা শহরের শিশুদের চেয়ে ৫০% এর ও কম। আপনার শিশুকে দৈনিক একঘন্টা দিনের আলোতে বাইরে সময় করে দিন খেলার জন্য।
যে স্কুলে মাঠ আছে সেখানে ভর্তি করান। স্কুল গুলোতে এক ঘন্টা বিরতি এর যেন ব্যবস্থা করা হয় সে জন্য আওয়াজ তুলুন।
মায়োপিয়া মানেই যে শুধু চশমার সমস্যা তা নয়, রেটিনা ছিঁড়ে যাওয়ার মাধ্যমে অন্ধত্ব সহ বিভিন্ন মারাত্মক চোখের রোগের সুতিকাগার ।
⚠️এসব মারাত্মক সমস্যা থেকে আপনার শিশুর চোখ গুলো বাঁচাতে যথাপযুক্ত পদক্ষেপ গ্রহন করুন। প্রয়োজনে আপনার সন্তানের চোখ নিয়মিত পরীক্ষা করান। বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নিন, সঠিক পাওয়ার এর চশমা পরান সঠিক নিয়মে।
'ভিশন আই হসপিটাল - চোখের ভাষা বোঝে'
𝐕𝐢𝐬𝐢𝐨𝐧 𝐄𝐲𝐞 𝐇𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥
📞 𝐀𝐩𝐩𝐨𝐢𝐧𝐭𝐦𝐞𝐧𝐭&&☎️𝐇𝐨𝐭𝐥𝐢𝐧𝐞:09610244123.
https://twitter.com/visioneyebd
infovisioneyebd@gmail.com
No Comment