Blog Details

আপনার টিভি দেখতে বা কম্পিউটারে কাজ করতে সমস্যা হচ্ছে কি??

আপনার টিভি দেখতে বা কম্পিউটারে কাজ করতে সমস্যা হচ্ছে কি??

  • 17 May 2023
  • Eye care

আমার বড় ভাই একটি স্বনামধন্য আইটি ফার্মে চাকরি করেন। স্বভাবতই সারাক্ষণ কম্পিউটারে কাজ করেন। ছুটি বলতে শুক্রবার। এছাড়া দম ফেলবারও অবকাশ নেই। ভাইয়ার ছুটির দিনে আমরা  বিভিন্ন মুভি, নাটক, সিরিজ দেখি। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার সদ্য মুক্তিপ্রাপ্ত  একটি মুভি দেখতে বসলাম। মুভি চলাকালীন ভাইয়া বেশ কয়েকবার চোখ রগড়ালো, বার বার  ভ্রু কুচকে দেখার চেষ্টা করছিলো। কিছুক্ষণ পর উঠে চোখে পানির ঝাপটা  দিয়ে আবার দেখতে বসলো। অনেকক্ষণ যাবৎ এরকম অবস্থা দেখে জিজ্ঞেস করলাম-" কোনো সমস্যা হচ্ছে কি"? ভাইয়া কিছুটা অস্বস্তি নিয়ে বললো- বুঝতে পারছি না, ইদানীং কম্পিউটারে বসে কাজ করতে গেলে, ফোন চালাতে গেলে কেমন জানো অস্বস্তি বোধ করি। এরকম অবস্থায় কী করনীয়?

 

About Author

প্রফেসর ড. সিদ্দিকুর রহমান। 
বিশেষজ্ঞ: গ্লকোমা স্পেশালিষ্ট,
ফ্যাকো, লেজার ডি.সি.আর, সি.থ্রী.আর,
এবং রিফ্রাক্টিভ সার্জন।

Comments

  • No Comment

Leave Comment

//