আপনি কি দূরের জিনিস ঝাপসা দেখছেন❓❓
- 21 Sep 2023
- General Opthalmology
মায়োপিয়া কী? কেনো হয়? এর সমাধান কী? এরকম বহু প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। অনেকদিন যাবত চোখে ঝাপসা দেখছি। বই পড়ার সময় অনেক কাছে নিয়ে পড়তে হয়। রাস্তায় হাঁটতে, রাস্তা পার হতে বেশ সমস্যার সম্মুখীন হই অস্পষ্ট দেখার কারণে। চোখের দৃষ্টি সমস্যা হচ্ছে মনে হওয়ায় একটা চশমার দোকান থেকে পাওয়ার চেক করালাম। দেখা গেলো -৩.৫০ দরকার আমার। ওখানের অপটিমেট্রিস্ট বললেন, আপনার মায়োপিয়া সমস্যা থাকতে পারে। তাই একজন আই স্পেশালিস্ট দেখান। বাসায় এসে গুগলে, ইউটিউবে অনেক সার্চ করলাম এই মায়োপিয়া সম্পর্কে এবং ভাবছিলাম আদৌ এর সমাধান কি পাবো? (রোগীর যত কথা....)
No Comment