Blog Details

ব্লেফারাইটিস কী জানেন কি??

ব্লেফারাইটিস কী জানেন কি??

  • 23 Aug 2023
  • General Opthalmology

🟠 ব্লেফারাইটিস কী?
চোখের পাতার বিশেষত চোখের পাতার পাশের দিকে  জ্বালাপোড়াকে  ব্লেফারাইটিস বলে। এই অবস্থাটি লাল ভাব, খুশকির মত বা আঁশ জাতীয় দানাদার ময়লা,প্রলেপ পড়া, চোখের পাতার জ্বালাপোড়ার লক্ষণ দেখে চিহ্নিত করা হয়। এটি জ্বালাপোড়া, চুলকানি ও চোখের মধ্যে শুষ্কতা সৃষ্টি করে।

★ ব্লেফারাইটিস এর লক্ষণ কী?
• চোখে পানি আসা।
• লাল চোখ। 
• চোখে অঞ্জনি উঠা। 
• খসখসে চোখের পাতা। 
• আলোক তীব্রতা, ঝাপসা দৃষ্টি। 
• চোখের পাতায় কিছু পড়েছে এমন অনুভূত হওয়া। 
• চোখে জ্বালাপোড়া, চুলকানি, চোখের পাতায় খুশকি বা আঁশ জাতীয় ময়লা আসা।

★ চোখের পাতায় বারবার চুলকানির কারণ কী?
• চোখের পাতায় কন্টাক্ট ডার্মাটাইটিস।
•  ত্বকে ব্যাকটেরিয়া / ফাঙ্গাসের আক্রমণ রোজাসিয়া যা চোখে লাল ভাব সৃষ্টি করে।
• চোখে এলার্জির প্রকোপ।

★ ব্লেফারাইটিসের কারণ কী?
ব্লেফারাইটিস  বা চোখের পাতার প্রদাহ সাধারণত ঘটে যখন চোখের পাপড়ি বা চোখের পাতার গোড়ায় থাকা ক্ষুদ্র তেল গ্রন্থি গুলোর ছিদ্র আটকে যায়। এর কয়েকটি কারণ রয়েছে। যেমন :
• চোখের পাতায় ছিদ্র কম হওয়া। 
• চোখে মাইট/ ক্ষুদ্র পোকার আক্রমণ। 
• চোখের মেকআপ বা কন্টাক্ট লেন্স /এলার্জি।

★ কোন অভ্যাস ব্লেফারাইটিস আরো বাড়ি  তুলতে পারে? 
শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশ ঠান্ডা বাতাসের আবহাওয়া, দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহার করা, ঘুমের অভাব, কন্টাক্ট লেন্স এবং সাধারণ পানি শূন্যতায়ও ব্লেফারাইটিস আরো খারাপ হতে পারে। ব্রণ এবং সেবোরিক ডার্মাটাইটিসের মতো ত্বকের রোগের উপস্থিতি এর অন্যতম কারণ।

★ চিকিৎসা কী? 
বিভিন্ন চিকিৎসা পদ্ধতি রয়েছে যেমন: এন্টিবায়োটি, স্টোরয়েড ওষুধ।

বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে এবং নিয়মিত ফলোআপে আসতে হবে।

'ভিশন আই হসপিটাল - চোখের ভাষা বোঝে'

𝐕𝐢𝐬𝐢𝐨𝐧 𝐄𝐲𝐞  𝐇𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥
📞 𝐀𝐩𝐩𝐨𝐢𝐧𝐭𝐦𝐞𝐧𝐭&&☎️𝐇𝐨𝐭𝐥𝐢𝐧𝐞:09610244123
www.visioneyebd.org
https://twitter.com/visioneyebd 
infovisioneyebd@gmail.com

#eyes #eyehealth #eyetips #eyehospital #visioneyehospital #eyecaretips #eyeproblem #eyesolution #healthyeyes #eyedoctor #eyespecialist #eyesurgeon #eyesurgery #eyetreatmentserummsglow #eyetreatment #glaucomaspecialist #retinaspecialist #CorneaSpecialist

About Author

Comments

  • No Comment

Leave Comment

//