চোখের ড্রপ কিভাবে দিবেন?
- 30 Mar 2022
- Eye drop
চোখের ড্রপ কিভাবে দিবেন??
- নিজের চোখে ড্রপ কিভাবে দিবেন :
১. ড্রপের নাম এবং কখন ব্যবহার করতে হবে তা আপনার প্রেসক্রিপশনের সাথে মিলিয়ে নিন। দেখে নিন মেয়াদের তারিখ। হাতের কাছে টিস্যু পেপার রাখুন।
২. হাত ভালোভাবে ধুয়ে নিন এবং পরিষ্কার কাপড়ে মুছে শুকিয়ে নিন।
৩.মাথা পিছন দিকে হেলিয়ে বসুন অথবা আয়নার সামনে দাঁড়ান অথবা বিছানায় শুয়ে পড়ুন।
৪.ড্রপারের এর মুখ খুলুন এবং নাকের উপর দিয়ে আড়াআড়ি ধরুন। অথবা কপালের দিক থেকে চোখের ভ্রু বরাবর ধরুন।
৫. চোখের নিচের পাতা আলতো করে টেনে ধরুন যেন একটি পকেট তৈরি হয়, এক ফোঁটা ড্রপ দিন। লক্ষ রাখুন ড্রপার এর মুখ যেন চোখের পাতা বা পাপড়িতে কোথাও স্পর্শ না করে।
৬. নরম ভাবে চোখ বন্ধ করুন। জোরে চাপ দেবেন না।
৭.পরিষ্কার টিস্যু দিয়ে আস্তে করে চোখ মুছে ফেলুন।চোখের কোনে (নাকের দিকে) হাল্কা ভাবে চাপ দিয়ে রাখুন ১৫ সেকেন্ড।
৮.বোতলের মুখ লাগিয়ে শুকনো জায়গায় রাখুন (যেমন :ফ্রিজ)।
৯.হাত ধুয়ে ফেলুন।
কিভাবে রোগীর চোখে ড্রপ দিবেন :
১. ১থেকে ৩ পর্যন্ত ধাপ পূর্বের নিয়মে করুন।
২.বোতলের ক্যাপটি খুলুন এবং চোখের ওপর ড্রপটি ধরুন। অসুবিধা হলে রোগীর কপালের উপর হাতের ভর রাখতে পারেন।
৩. নিচের পাতা আলতো করে টেনে ধরুন।
৪. একফোঁটা ড্রপ দিন।
৫. রোগীর চোখ বন্ধ করতে বলুন। এবং টিসু দিয়ে চোখ মুছে দিন।
৬.বোতলের মুখ বন্ধ করে শুকনো ঠান্ডা স্থানে (ফ্রিজে) রেখে দিন।
৭.হাত পরিষ্কার করে নিন।
৮. একই সাথে একাধিক ড্রপ দেওয়ার সময় হলে 5 মিনিট পর পর দিবেন এবং অয়েন্টমেন্ট এর ক্ষেত্রে সবশেষে অয়েন্টমেন্ট দিবেন।
'ভিশন আই হসপিটাল- চোখের ভাষা বোঝে'
ছবি : সংগৃহীত।
No Comment