গ্লুকোমা এর লক্ষন জানেন কি??
- 20 Apr 2022
- Glucoma
[ ] গ্লুকোমা রোগের লক্ষণ কী?
গ্লুকোমা রোগী তেমন কোনো লক্ষণ অনুধাবন করতে পারে না। চশমা পরিবর্তনের সময় কিংবা নিয়মিত চক্ষু পরীক্ষার সময় এই রোগ নির্নয় করে থাকেন।তবে কিছু কিছু ক্ষেত্রে লক্ষণ দেখা দিতে পারে। যেমন :
১. ঘন ঘন চশমার গ্লাস পরিবর্তন।
২. চোখে ঝাপসা দেখা বা আলোর চারপাশে রংধনুর মতো দেখা।
৩. ঘন ঘন মাথা ব্যাথা বা চোখে ব্যাথা হওয়া।
৪. দৃষ্টি শক্তি কমে আসা বা অন্য কোন পথচারীর গায়ে ধাক্কা লাগা।
৫. মৃদু আলোতে কাজ করলে চোখে ব্যাথা অনুভূত হওয়া।
৬.ছোট ছোট বাচ্চাদের অথবা জন্মের পর চোখের কর্ণিয়া ক্রমাগত বড় হয়ে যাওয়া বা চোখের কর্ণিয়া সাদা হয়ে যাওয়া, চোখ লাল হওয়া, চোখ দিয়ে পানি পড়া ইত্যাদি।
' ভিশন আই হসপিটাল- চোখের ভাষা বোঝে'
No Comment