Blog Details

কেন গ্লুকোমা হয়?

কেন গ্লুকোমা হয়?

  • 20 Apr 2022
  • Glucoma

[  ]  গ্লুকোমা কেন  হয়?
সাধারণত  চোখের উচ্চচাপই ধীরে ধীরে  চোখের স্নায়ুকে ক্ষতিগ্রস্ত করে এবং  দৃষ্টিকে ব্যাহত করে। তবে অন্যান্য যেসব কারনে এই রোগ হতে পারে তা হলো:
১. পরিবারের অন্য কোনো নিকটাত্মীয়ের (মা,বাবা,দাদা,দাদি,নানা,নানি, চাচা,চাচি মামা , খালা) এ রোগ থাকা। 
২. ঊর্ধ্ব বয়স  (৪০ বা তদুর্ধ্ব)।
৩.ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ। 
৪.মাইগ্রেন নামক মাথা ব্যাথা।
৫.রাত্রিকালীন উচ্চ রক্তচাপের ঔষধ সেবন।
৬. জন্মগত চোখের ত্রুটি ইত্যাদি। 
এদের মধ্যে কেবলমাত্র চোখের উচ্চচাপই ঔষধ দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব, যা গ্লুকোমা রোগের প্রধান কারন।

[  ] কাদের চোখ পরীক্ষা করা জরুরি? 
১.যাদের পরিবারে নিকটাত্মীয়ের এই রোগ আছে। 
২. ৪০ উর্ধ্ব প্রত্যেক প্রাপ্ত বয়স্ক,  বিশেষ করে যাদের ঘন ঘন চশমা পরিবর্তন করা হচ্ছে। 
৩. যারা চোখে দূরের জন্য মাইনাস গ্লাস ব্যবহার করেন।
৪.  যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ,  মাইগ্রেন  ইত্যাদি রোগ আছে। 
৫. যারা চোখে মাঝে মাঝেই ঝাপসা দেখেন বা ঘন ঘন চোখ ব্যাথা বা লাল হওয়া অনুভব করেন।

'ভিশন আই হসপিটাল - চোখের ভাষা বোঝে'

image :  কালেরকন্ঠ (collected)।

About Author

Comments

  • No Comment

Leave Comment

//