কৃত্তিম চোখ - Artificial eye.
- 06 Aug 2023
- General Opthalmology
চোখ মানুষের একটি অমূল্য সম্পদ। দৃষ্টিহীন চোখ মানুষের কাছে মৃত্যুর চেয়েও ভীতিকর। কিন্তু দুর্ভাগ্যবশত রোগের কারণে কিংবা দুর্ঘটনা জনিত কারণে কারো কারো চোখ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়, যা সম্পূর্ণ অক্ষিগোল সহ ফেলে দিতে হয় পরবর্তী সংক্রমণ ঠেকানোর স্বার্থে। যাদের এমন হয় তারা মানসিকভাবে হতাশাগ্রস্থ এবং সামাজিকভাবে দুর্দশাগ্রস্থ হয়। চেহারার স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়ে জীবন যাপনের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। যদিও এক্ষেত্রে দৃষ্টি বা চোখ আর কোনদিনও ফেরানো সম্ভব নয়, তথাপি বিকল্প পদ্ধতির মাধ্যমে রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা প্রচলিত আছে। এ পদ্ধতিতে কৃত্রিম চোখের মাধ্যমে রোগীর চেহারার স্বাভাবিকতা ফিরিয়ে দেয়া হয়। যদিও কৃত্রিম চোখে দৃষ্টি শক্তি থাকে না, কিন্তু এটি রোগীর হতাশার কষ্ট কমিয়ে পুনরায় আত্মবিশ্বাসী করে তোলে। এই চোখ পাথরের তৈরি হয়ে থাকে। অপারেশন করে চোখ তুলে ফেলার পরে অক্ষিকোটর সুস্থ হলে এই পাথরের চোখ লাগানো হয়। ভালো চোখের সাথে আকার ও রংমিলিয়ে অনুরূপ কাস্টমাইজ করে এই চোখ বানানো হয়। এটি প্রতিদিন খোলা ও লাগানো যায়। বাজারে রেডিমেইড পাওয়া যায়, যা আসলে বৈশিষ্ট্যগত দিক থেকে গুণগত মানসম্পন্ন হয় না। ভিশন আই হসপিটাল নিজস্ব তত্ত্বাবধানে এই কৃত্রিম চোখের গুণগত মান ও আনুষাঙ্গিক সকল বৈশিষ্ট্যসমূহের মান নিয়ন্ত্রণ করে রোগীর সর্বোচ্চ সেবা নিশ্চিত করে থাকে। এছাড়াও এই চোখ দ্বারা পরবর্তী কোন সমস্যা সৃষ্টির সম্ভাবনাও ভিশন আই হসপিটাল-এর বিশেষজ্ঞগণ তত্ত্বাবধান করে থাকেন। ভিশন আই হসপিটাল সামাজিক ও মানসিকভাবে দুর্দশাগ্রস্থ রোগীকে সম্পূর্ণ গুণগত মান ও বৈশিষ্ট্য সম্পন্ন কৃত্রিম চোখ লাগানোর মাধ্যমে তার জীবনের স্বাভাবিক স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়। তাই আজই ভিশন আই হসপিটালে যোগাযোগ করুন এবং আপনার উপযুক্ত চিকিৎসা গ্রহণ করুন।
'ভিশন আই হসপিটাল - চোখের ভাষা বোঝে'
𝐕𝐢𝐬𝐢𝐨𝐧 𝐄𝐲𝐞 𝐇𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥
📞 𝐀𝐩𝐩𝐨𝐢𝐧𝐭𝐦𝐞𝐧𝐭&&☎️𝐇𝐨𝐭𝐥𝐢𝐧𝐞:09610244123.
www.visioneyebd.org
https://twitter.com/visioneyebd
infovisioneyebd@gmail.com
#eyes #eyehealth #eyetips #eyehospital #visioneyehospital #eyecaretips #eyeproblem #eyesolution #healthyeyes #eyedoctor #eyespecialist #eyesurgeon #eyesurgery #eyetreatmentserummsglow #eyetreatment #glaucomaspecialist #retinaspecialist #CorneaSpecialist
ছোটকালে দুর্ঘটনায় আমার একটি চোখ তুলে ফেলা হয়। পরবর্তীতে প্রায় ১২ বছর পরে তাতে একটা পাথরের চোখ বসানো হয়। কিন্তু, দুর্ভাগ্য হচ্ছে অনেকদিন হয়ে যাওয়ায় চোখে মাংস ভরে গেছে যেকারণে পাথরের চোখটা ঠিকমতো বসছে না এবং আরো অনেক সমস্যার সৃষ্টি হচ্চে। অপারেশন করে এই সমস্যার সমাধান করা সম্ভব কি না।
20 Aug 2024
Reply20 Aug 2024