ল্যাসিক / আইসিএল
- 01 Jun 2023
- Lasik/ Icl/Ipcl.
🔶আইসিএল / ল্যাসিক।
অনেকেই আছেন যারা চশমা পরতে অনিচ্ছা প্রকাশ করেন। তাদের জন্য আশীর্বাদ স্বরূপ ল্যাসিক আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক যুগান্তকারী আবিষ্কার। ল্যাসিক ১২ থেকে ২০ সেকেন্ডের লেজারের মাধ্যমে চশমার পাওয়ার সরিয়ে দেওয়ার নামই হলো ল্যাসিক। ছুরি কাটা-ছেঁড়া ছাড়াই লেজারের মাধ্যমে করা হয়। উদ্দেশ্য হলো চশমার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দেওয়া।
🔺কেন করা হয়?
মায়োপিয়া বা হাইপারওপিয়া দূরদৃষ্টি এ ধরনের সমস্যাগুলো ল্যাসিকের মাধ্যমে ঠিক করা হয়।
🔺কখন করা হয়?
সাধারণত ১৮ বছর থেকে ২৫ বছর বয়সে ল্যাসিক করা যায় ২৫ বছরের বেশি হলে ল্যাসিক বিশেষজ্ঞের পরামর্শ নেয়া বাঞ্ছনীয়।
🔺ল্যাসিকের পূর্ব প্রস্তুতি:
★ল্যাসিক এর জন্য সব থেকে বেশি জরুরি যেটা তা হলো মানসিক জোর বা শক্তি।
★ ল্যাসিকের আগে অন্তত ৩ মাস কন্টাক্ট লেন্স ব্যবহার থেকে বিরত থাকা।
★ রেটিনা ও গ্লকোমা পরীক্ষা করা।
★ প্রয়োজনীয় টেস্ট সমূহ করা।
🔶চশমার অভিশাপ থেকে মুক্তি পেতে আইসিএল :
অনেকেই প্রাত্যহিক বিভিন্ন কাজে বাধার শিকার হয় চশমার জন্য। যার ফলে তারা চরম হতাশাগ্রস্থ হয়। এরকম মানুষদেরকে সমস্যা থেকে বের করে সফলতার পথে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আই সি এল এর আবিষ্কার। যা আপনাকে এই চশমার অভিশাপ থেকে মুক্তি দিয়ে সফলতার পথে নিয়ে যায়।যাদের চোখে ল্যাসিক করা যায় না তাদের জন্য চিকিৎসা বিজ্ঞানের এক যুগান্তকারী আবিষ্কার আইসিএল।
🔺কী করে বুঝবেন আপনি আইসিএল সার্জারির জন্য উপযুক্ত?
আইসিএল বিশেষজ্ঞ এর পরামর্শ নিতে হবে। প্রয়োজনীয় পরীক্ষাসমূহ করে, তা পর্যালোচনা করার পর বিশেষজ্ঞ চিকিৎসক নির্ধারণ করবেন আপনি আইসিএল এর জন্য উপযুক্ত প্রার্থী কি না।
🔺আইসিএল এর ভালো দিক:
★ যারা ল্যাসিক এর জন্য উপযুক্ত না।
★ বেশি পাওয়ার থাকার কারণে অন্য কোন বিকল্প না থাকা।
★ প্রয়োজনে সরিয়ে ফেলা যায়।
No Comment