Blog Details

ল্যাসিক বিভ্রান্তি...

ল্যাসিক বিভ্রান্তি...

  • 20 Apr 2022
  • REFRACTIVE SURGERY(LASIK/SMILE/ICL/IPCL)

ল্যসিক নিয়ে বিভ্রান্তির শেষ নেই। আসলে আমরা বোধ হয় বিভ্রান্ত  হতে ভালোবাসি। 
গতকাল  একজন রোগী আমাকে বল্লেন তিনি পাচ বছর আগে ল্যাসিক করার জন্য একবার উদ্যোগ  নিয়েছিলেন।  এখন বয়স ৩৩। 
-করেন নি কেন? 
-শুনেছি ল্যাসিক  করার পর চোখ ট্যারা হয়ে যায়!
-কার কাছে শুনেছেন?
-অনেকেই বলেছে। 
-কোনো চোখের ডাক্তার?? 
-না। কোনো চোখের ডাক্তার  দেখাইনি।
..............................…
চোখে মাইনাস পাচ পাওয়ারের চশমা।
বয়স ২৬।
- এত পাওয়ারের  চশমা ব্যবহার  করতে কষ্ট হয় না?
-হয় তো স্যার!
-ল্যাসিক করিয়ে নেন না কেন? তাহলে তো আর চশমা টা পরা লাগেনা!
-জানি স্যার
-তাহলে?
-ল্যাসিক করার পর তো আর রান্না করতে পারবো না!!
-সে তো দুই এক দিনের জন্য!!
-না স্যার! আমার ননদ বলছে সারা জীবন আর চুলার পাড়ে যেতে পারবো না! চোখ নষ্ট  হয়ে যাবে!!!
................….................
পাঠক লজ্জা পাওয়ার কিছু নেই!
এরা আমাদেরই  ভাই বোন। এই সব তথ্য বিভ্রান্তি  আমাদের সবারই  কম বেশি আছে।
শুধুমাত্র  কনফিউশান দূর করার জন্য ডাক্তার  এর চেম্বারে অর্থ ব্যয়  ও দীর্ঘ সময় অপেক্ষায় না থেকে 
'ল্যাসিক কাউন্সেলর ' এর সাথে পরামর্শ  করুন- বিনামূল্যে। 01976392939 এবং +8801988815710
......................................
কিছু প্রশ্নের উত্তর  এই পেজেই সম্ভব। 
কিছু কথা ফোনে।
কিছু  বিষয় সামনা সামনি আলোচনা না করলে বোঝা যায় না।
সবশেষে চুড়ান্ত  সিদ্ধান্ত  গ্রহনের জন্য পরীক্ষা নিরীক্ষা ও ল্যাসিক সার্জন এর পরামর্শ  নেয়া প্রয়োজন 
..........................................চলবে...

               'ভিশন আই হসপিটাল - চোখের ভাষা বোঝে'

About Author

Comments

  • No Comment

Leave Comment

//