নিজেরা বাড়িতে চোখের দূরদৃষ্টি ও ক্ষীণদৃষ্টি পরীক্ষা কিভাবে করবেন??
- 28 Dec 2022
- Eye care
🟠 নিজেরা বাড়িতে চোখের দূরদৃষ্টি ও ক্ষীণদৃষ্টি পরীক্ষা করবেন কিভাবে❓❓
চোখ হলো আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান অঙ্গ। দৃষ্টি ঠিক আছে কিনা বা কমে গেছে কিনা তা জানা প্রয়োজন। যদি মনে হয় দৃষ্টি কিছুটা কমে গেছে তাহলে এর উপযুক্ত কারণ অনুসন্ধান করে যথাপোযুক্ত ব্যবস্থা বা চিকিৎসা গ্রহণ করতে হবে। অনেকেই প্রাথমিক অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে চোখ পরীক্ষা করাতে চান না। বিশেষজ্ঞ ডাক্তারের সল্পতা, দূরে অবস্থান, ডক্টরের ভিজিট ও যাতায়াত সবকিছু বিবেচনা করে তারা নিজেরাই চান প্রাথমিক অবস্থাটা পরীক্ষা করতে।
🟠চোখের দৃষ্টি পরীক্ষা একটি মৌলিক পরীক্ষা। বাড়িতেই সহজভাবে কি পদ্ধতিতে প্রাথমিক দৃষ্টি পরীক্ষা করতে পারেন তার একটা বর্ণনা দিচ্ছি। নির্দিষ্ট দূরত্ব থেকে দেয়ালে ঝুলানো ক্যালেন্ডার বা অন্য লেখার দিকে লক্ষ্য করুন ; ধীরে ধীরে পিছনের দিকে সরতে থাকুন। যতক্ষণ অক্ষরগুলো ঝাপসা না হয়। বাম হাত দিয়ে বাম চোখ বন্ধ করে ডান চোখে পড়ুন। একইভাবে ডান চোখ বন্ধ করে বাম চোখে দেখুন। এবার লক্ষ্য করুন উভয় চোখে একই রকম দেখতে পারেন কিনা। এই পরীক্ষা থেকে প্রাথমিকভাবে এটা বুঝতে পারবেন যে, আপনার দু'চোখের দৃষ্টি একই সমান আছে কিনা। দুচোখে দু'রকম দেখলে এটা বোঝা যাবে এক চোখে কম দেখা যায়। ঠিক এমনিভাবে পরিবারের সবার চোখ পরীক্ষা করলে বোঝা যাবে একজন থেকে অন্যজন কম বা বেশি দেখে কিনা এ নিয়মে পরীক্ষা করলে বেশিরভাগ ক্ষেত্রে চোখের দৃষ্টি স্বল্পতা যদি থাকে তা ধরা পড়বে এবং ধরা পড়লে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আসতে হবে। পরবর্তী পরীক্ষা বিশেষজ্ঞ চিকিৎসকই করবেন এবং অবস্থা অনুযায়ী ওষুধপত্র, ড্রপ, চশমা প্রদান করবেন।
'ভিশন আই হসপিটাল - চোখের ভাষা বোঝে'
𝐕𝐢𝐬𝐢𝐨𝐧 𝐄𝐲𝐞 𝐇𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥
📞 𝐀𝐩𝐩𝐨𝐢𝐧𝐭𝐦𝐞𝐧𝐭&&☎️𝐇𝐨𝐭𝐥𝐢𝐧𝐞:09610244123.
https://twitter.com/visioneyebd
infovisioneyebd@gmail.com
#eyes #eyehealth #eyetips #eyehospital #visioneyehospital #eyecaretips #eyeproblem #eyesolution #healthyeyes #eyedoctor #eyespecialist #eyesurgeon #eyesurgery #eyetreatmentserummsglow #eyetreatment #glaucomaspecialist #retinaspecialist #CorneaSpecialist
No Comment