Blog Details

টেরা চোখ /বাঁকা চোখ(𝐒𝐪𝐮𝐢𝐧𝐭)

টেরা চোখ /বাঁকা চোখ(𝐒𝐪𝐮𝐢𝐧𝐭)

  • 12 Apr 2022
  • ORBIT, OCULOPLASTY AND ONCOLOGY

               টেরা চোখ /বাঁকা চোখ (স্কুইন্টSquint)
 

স্বাভাবিকভাবে আমরা যখন কোন বস্তুর দিকে তাকাই দুই চোখই একটি বস্তুর দিকে দৃষ্টি নিবদ্ধ করে। যখন এক চোখ একটি বস্তুর দিকে দৃষ্টি নিবদ্ধ রাখে কিন্তু অপর চোখ দৃশ্যত: অন্য কোন দিকে  নিবদ্ধ থাকে এমন অবস্থাকে টেরা চোখ বলে। এমন সমস্যা দুই চোখ বা এক চোখে হতে পারে। সাধারণভাবে এক চোখ স্বাভাবিক অপর চোখ নাকের দিকে সরে যায়। তাকে কনভারজেন্ট স্কুইন্ট আর যদি কানের দিকে সরে যায় তাকে ডাইভারজেন্ট স্কুইন্ট বলে। জন্মের পর থেকেই চোখ টেরা মনে হলে বা চোখ টেরা যখনই ধরা পড়বেই বিলম্ব না করে তখনই ডক্টর দেখাতে হবে।যদিও এটি প্রাপ্তবয়স্কদের হতে পারে, 
তবে টেরা চোখ বেশিরভাগ ক্ষেত্রে শিশু ও বাচ্চাদের মধ্যেই বেশি দেখা যায়।

প্রধান লক্ষণ ও উপসর্গ গুলি কী কী?? 
১.কোন একটি নির্দিষ্ট দিকে তাকানোর সময় চোখের স্থানগত অবস্থান ত্রুটি।
২.এই অবস্থা সামাল দেওয়ার জন্য মাথার অঙ্গবিন্যাসে অস্বাভাবিকতা। 
৩.বেশি দূরে বা সূর্যের আলোর দিকে তাকানোর সময় এক চোখ বন্ধ করে তেছরাভাবে দেখা।
৪.চোখ কচলানো।

আক্রান্ত ব্যাক্তি তার  লক্ষণ গুলো সব সময় উপলব্ধি করেন না। উপসর্গগুলো সাময়িক সময়ের জন্য উপলব্ধি করতে পারেন। এর মধ্যে রয়েছে -
১.ডাবল ভিশন অর্থাৎ একই জিনিস দুটি করে দেখা। 
২.অবসাদ। 
৩.অস্থির প্রতিবিম্ব অথবা বারবার তাকানো।
৪.একই সরলরেখায় দুটি চোখ না নড়ার অনুভূতি। 
৫.অতিমাত্রায় দূরদৃষ্টি বা কাছের দৃষ্টিতে অসুবিধা।

প্রধান কারণগুলি কী?
১.শৈশব থেকেই চোখের সমন্বয়ের অনুন্নত বিকাশ।
২.অতিমাত্রায় দূরদৃষ্টি (হাইপারোপিয়া)। 
৩.চোখের পেশি স্নায়ু অথবা মস্তিষ্কে সমস্যা যা চোখের নড়াচড়ায় প্রভাব ফেলে। 
৪.মানসিক আঘাত, স্ট্রোক, ও অন্যান্য সাধারণ স্বাস্থ্য সমস্যা।

টেরা চোখের ঝুঁকিপূর্ণ কিছু বিষয় রয়েছে। যেগুলো নিম্নরূপ :
১.টেরা চোখের পারিবারিক ইতিহাস।
২.ডাউন সিনড্রোম ও সেরিব্রাল পালসি।
৩.অতিমাত্রায় অসংশোধিত দূরদৃষ্টি।

টেরা চোখ নির্ণয়:
এটি নির্নয় করার জন্য চোখের বিভিন্ন পরীক্ষা করার প্রয়োজন পড়ে। উপসর্গের ইতিহাস সম্পর্কে জানতে পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করতে পারেন।চক্ষুরোগ বিশেষজ্ঞ দৃষ্টিশক্তি ও চোখের সমন্বয় মূল্যায়ন করে বিভিন্ন পরীক্ষা দিবেন এবং তার পর রোগ নির্নয় করেন।

টেরা চোখের চিকিৎসা:
১.চোখের চশমা বা কন্টাক্ট লেন্স। 
২.চোখে অস্ত্রোপচার। 
৩.ভিশন থেরাপি।

'ভিশন আই হসপিটাল - চোখের ভাষা বোঝে'

𝐕𝐢𝐬𝐢𝐨𝐧 𝐄𝐲𝐞  𝐇𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥
📞Appointment &&Hotline-☎️ 09610244123
https://www.pinterest.com/visioneyebd/
https://twitter.com/visioneyebd 
infovisioneyebd@gmail.com

About Author

Comments

  • No Comment

Leave Comment

//