Blog Details

টেরিজিয়াম কি দৃষ্টিঘাতী??!

টেরিজিয়াম কি দৃষ্টিঘাতী??!

  • 03 May 2023
  • General Opthalmology

টেরিজিয়াম কি দৃষ্টিঘাতী?
টেরিজিয়ামঃ  (চোখের লালপর্দা বা মাংস)

Pterygium শব্দটির সামনে একটা P থাকলেও এর উচ্চারণ  'টেরিজিয়াম'।
চোখের সাদা আবরণের  বা  Sclera উপর থেকে কনজাংটাইভার কোন (cone) আকৃতির ফাইব্রোভাসকুলার পর্দা চোখের কোনা থেকে বেড়ে ধীরে ধীরে চোখের মনি বা কর্নিয়ার দিকে প্রসারিত হতে থাকে। এটাই হলো টেরিজিয়াম ।

এটি চোখের পাশে নাকের দিকের অংশে বা উভয় পাশ থেকেও হতে পারে। আমাদের দেশে সাধারণত এটা পুরুষদের বেশি হয়ে থাকে। বিশেষ করে যারা রোদে ধুলোবালিতে মাঠে কাজ করে থাকেন। শুষ্ক আবহাওয়া বা নদী পারের চর এলাকার লোকদের এটি বেশি হতে দেখা যায় তুলনামূলকভাবে। 
এটি কেন হয় তার এখনো প্রকৃত কোন কারণ জানা যায়নি তবে আল্ট্রাভায়োলেট রশ্মির একটা ভুমিকা থাকতে পারে বলে বিজ্ঞানীরা ধারনা করেন।

টেরিজিয়াম  ছোটো  অবস্থায় চোখের পাওয়ার এর বিভ্রাট ঘটায়। বড় হয়ে গেলে চোখের কর্নিয়ার স্বচ্ছতা নষ্ট করে দেয়। তাই চশমা দিয়েও দৃষ্টি ভালো করা যায় না। এমন কি অপারেশন করার পরেও দৃষ্টি শক্তি পুরোপুরি  আগের মতো হয় না।

প্রাথমিকভাবে টেরিজিয়াম ছোট থাকে। ধীরে  ধীরে  বড়ো হয়। আবার দীর্ঘদিন একই অবস্থাতে থাকতে পারে।
ঔষধে এর ভালো চিকিৎসা নেই তবে লাল ও জ্বালাপোড়ার যন্ত্রনার  জন্য চিকিৎসক ওষুধ দিতে পারেন।
চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ ব্যবহার করবেন না। 
 টেরিজিয়াম থেকে বাঁচতে ধুলোবালির এলাকা পরিহার করতে হবে। ঘরের বাইরে সানগ্লাস ব্যবহার করতে পারেন।  মাঝে মাঝে চোখ স্বাভাবিকের চেয়ে বেশি লাল হতে পারে। প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

প্রায়ই টেরিজিয়াম (চোখের পর্দা বা মাংস) বৃদ্ধি পেয়ে অনেক বড় হয়ে যায়। 
টেরিজিয়াম বড় হওয়ার সাথে সাথে পিউপিলের (চোখের ছোট মনি) উপর বা কাছাকাছি চলে আসে। এটা দৃষ্টিতে সমস্যা করে। তাই  টেরিজিয়াম বড় হওয়ার আগেই অপারেশন করা উচিত।
যদি পর্দার জন্য একবার দৃষ্টি কমে যায় তা হলে অপারেশন করার পরও আগের মতো ভালো দেখতে পারা যায় না। অপারেশনের পর এটি দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনাও থেকে যায়।

টেরিজিয়াম অপারেশনের সময় দুই স্থানে কাটা হয় এবং সূক্ষ্ণ সুতা দিয়ে সেলাই করা হয়। conjunctivar ভালো অংশ থেকে কিছু অংশ কেটে নিয়ে প্রাথমিক  ক্ষত মেরামত  করা হয়। তাই প্রাথমিক অবস্থায়  ২-৩ দিনের জন্য সামান্য ব্যাথা ও খচখচ ভাব থাকতে পারে। ২-৩ সপ্তাহ পরে সুতা এমনিতেই পড়ে যাবে, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে সুতা কেটে দেয়া হয়।
সেলাই (stitch) এড়িয়ে যেতে চাইলে একধরনের 'গ্লু' বা আঠা ব্যবহার করা হয়। সেক্ষেত্রে  সেলাই কাটার ঝামেলা থাকলো না। 
অপারেশন  এর পর বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ ঔষধ ব্যবহার করবেন।  ২ থেকে ৩ সপ্তাহ পর্যন্ত চোখে পানি লাগানো থেকে বিরত থাকতে হতে পারে। 
গোসলের সময় গলা পর্যন্ত পানি ঢালা যাবে। পিছনের দিকে হেলে চুল ভিজানো যায়। এছাড়া  আলোতে স্বস্তিবোধ হলে রোদ-চশমা পরতে পারেন। 
আপনার চিকিৎসকের এর পরামর্শ অনুযায়ী পরবর্তী ফলো আপের জন্য সময়মতো যাবেন।

ইউটিউব লিংকঃ
https://youtu.be/gKGYaTfmPIY

'ভিশন আই হসপিটাল - চোখের ভাষা বোঝে'

𝐕𝐢𝐬𝐢𝐨𝐧 𝐄𝐲𝐞  𝐇𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥
📞 𝐀𝐩𝐩𝐨𝐢𝐧𝐭𝐦𝐞𝐧𝐭&&☎️𝐇𝐨𝐭𝐥𝐢𝐧𝐞:09610244123.
www.visioneyebd.org
https://twitter.com/visioneyebd 
infovisioneyebd@gmail.com

#eyes #eyehealth #eyetips #eyehospital #visioneyehospital #eyecaretips #eyeproblem #eyesolution #healthyeyes #eyedoctor #eyespecialist #eyesurgeon #eyesurgery #eyetreatmentserummsglow #eyetreatment #glaucomaspecialist #retinaspecialist #corneaspecialist

About Author

Comments

  • No Comment

Leave Comment

//