'ট্রিকিয়াসিস' রোগে আক্রান্ত হলে বিলম্ব না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ ও চিকিৎসা নিন।
- 04 Jan 2023
- CORNEA TRANSPLANTATION
ট্রিকিয়াসিস( Trichiasis):
চোখের পাতার পাপড়ি যদি স্বাভাবিক উপরের দিকে বেঁকে না থেকে নীচের দিকে অর্থাৎ চক্ষু গোলকের দিকে যায় তখন এই অবস্থাকে ট্রিকিয়াসিস বলে।
এই রোগে চোখের অস্বাভাবিক পাপড়িগুলো তুলে ফেলা হয়। তবে ৩০-৪০ দিন পর্যন্ত লক্ষ রাখতে হবে যে, তুলে দেওয়া পাপড়ি গুলো নতুন করে উঠে কি না। উঠলে বুঝতে হবে তা ঠিক হবার সম্ভাবনা রয়েছে। আর যদি পুনরায় চোখের দিকে বেঁকে যায় তবে বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নিতে হবে। যদি মাথায় ও চোখের পাপড়ির গোড়ায় খুশকি থাকে তবে খুশকিনাশক শ্যাম্পু ব্যবহার করবেন। কসমেটিক বিশেষত আই লাইনার বা কাজল ব্যাবহারের সময় প্রসাধনী সম্পূর্ণ আলাদা করে রাখতে হবে যাতে অন্য কেউ তা ব্যবহার করতে না পারে। আর প্রসাধনীর মান যেনো ভালো হয় তা নিশ্চিত করতে হবে। এ রোগ দীর্ঘদিন থাকলে পাপড়ি কর্ণিয়াতে ঘর্ষণ করে ও ক্ষতের সৃষ্টি হয়, কর্নিয়া ধীরে ধীরে অস্বচ্ছ হয়ে যায়।
চোখে প্রথমে দৃষ্টি স্বল্পতা এমনকি দৃষ্টিহীন হতে পারে। ট্রেকোমা এমনই একটি রোগ যে কারণে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কর্নিয়া অস্বচ্ছতার কারণে অন্ধ হচ্ছে। তবে এই রোগ আমাদের দেশে নাই বললেই চলে। অনেকে মনে করে এই রোগটি খুবই সাধারণ। তবে অবহেলা ও সঠিক সময়ে সঠিক চিকিৎসা না নেওয়ার জন্য বড় সমস্যা হতে পারে। ঔষধে ভালো না হলে অপারেশনের প্রয়োজন হতে পারে। সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা কি হবে তা বিশেষজ্ঞ চিকিৎসক নির্ধারণ করবেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এক বা একাধিক আইল্যাশ বার বার উঠলে ইলেকট্রোলাইসিস দ্বারা আইল্যাশের ফলিকুল বা গোড়া স্থায়ীভাবে অকেজো করে দেওয়া হয়, ফলে রোগ নিরাময় হবে।
সমস্যা ঠিক না হলে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা নিতে হবে বিলম্ব না করে।
'ভিশন আই হসপিটাল - চোখের ভাষা বোঝে'
𝐕𝐢𝐬𝐢𝐨𝐧 𝐄𝐲𝐞 𝐇𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥
📞 𝐀𝐩𝐩𝐨𝐢𝐧𝐭𝐦𝐞𝐧𝐭&&☎️𝐇𝐨𝐭𝐥𝐢𝐧𝐞:09610244123.
https://twitter.com/visioneyebd
infovisioneyebd@gmail.com
#eyes #eyehealth #eyetips #eyehospital #visioneyehospital #eyecaretips #eyeproblem #eyesolution #healthyeyes #eyedoctor #eyespecialist #eyesurgeon #eyesurgery #eyetreatmentserummsglow #eyetreatment #glaucomaspecialist #retinaspecialist #CorneaSpecialist
No Comment